ময়মনসিংহে যৌতুক মামলায় স্বামী কারাগারে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ০৮:২১ পিএম ময়মনসিংহে যৌতুক মামলায় স্বামী কারাগারে
স্বামী জহিরুল ইসলাম

 

ময়মনসিংহে স্ত্রীর যৌতুক মামলায় টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৪ মার্চ) জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক স্বামীর জামিন আবেদন নামজ্ঞুর করে এ আদেশ দেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট একেএম তাজুল ইসলাম খোকন জানান, গত বছরের ১২ সেপ্টেম্বর স্ত্রী রেহানা বিলকিস বাদি হয়ে যৌতুক আইনে বিজ্ঞ আদালতে এ মামলাটি দায়ের করেন। এর আগে যৌতুক দাবির অভিযোগে টির্চাস ট্রেনিং কলেজের অধ্যক্ষ, জাতীয় মহিলা সংস্থা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দায়ের করেন স্ত্রী রেহানা। ওই সময় স্বামী জহিরুল ইসলাম যৌতুকের দাবি পরিত্যাগ করলেও পরবর্তীতে সে পঞ্চাশ লাখ টাকা অথবা ময়মনসিংহ নগরীতে একটি বাড়ি যৌতুক দাবি করেন।

এসসি/