মুন্সীগঞ্জে বিআরটিসির বাসচাপায় নিহত ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ০২:৪৯ পিএম মুন্সীগঞ্জে বিআরটিসির বাসচাপায় নিহত ২

 

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিসির যাত্রীবাহী বাসের চাপায় রহমান (৭০) ও পরশ আলী (৫৫) নামে দুজন মারা যান। এ সময় বাসের চাপায় আরো ৩ জন গুরুত্বর আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (১০ মার্চ) সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসির একটি বাস শিমুলিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পথচারীদের উপর উঠিয়ে দেয়। 

দুর্ঘটনায় আহতদের পদ্মা সেতু প্রকল্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর গাড়িতে তাদের ঢাকা নেওয়া হয়। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। 

লৌহজং থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, সকালে শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানদার ও স্থানীয় ৪ জনকে চাপা দিলে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। 

কেএসটি