লক্ষ্মীপুরে চাচাকে গলা কেটে হত্যার চেষ্টা ভাতিজার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৮:০৭ পিএম লক্ষ্মীপুরে চাচাকে গলা কেটে হত্যার চেষ্টা ভাতিজার


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে জামাল উদ্দিন (৫৩) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে জাবেদ হোসেন (২১) নামে তার আপন ভাতিজা। ছুরি দিয়ে বৃদ্ধ চাচাকে জবাই করার পর ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়। বর্তমানে ওই বৃদ্ধ নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

১৮ মার্চ সোমবার বিকেলে আহতের মা তফুরা খাতুন ও স্ত্রী তাসলিমা এ ঘটনার বর্ণনা দিয়ে জাবেদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
আহত জামাল উদ্দিন যাদৈয়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও ইটভাটার একজন শ্রমিক। অভিযুক্ত জাবেদ হোসেন আহতের আপন ছোট ভাই জাফর আহম্মদের ছেলে ও একজন কাঠমিস্ত্রী।

সোমবার বিকেলে প্রত্যক্ষদর্শী সেলিনা আক্তার, সাথী, মো. মোর্শেদ আলম সাংবাদিকদের জানান, রবিবার (১৭ মার্চ) বিকালে সদর উপজেলার যাদৈয়া এলাকার কমর উদ্দিন হাজী বাড়িতে বৃদ্ধ জামাল উদ্দিন তার ঘরের সিঁড়ি নির্মাণের কাজ করছিলেন। জাবেদ হোসেন ওই কাজে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। মুহূর্তের মধ্যে আবার একটি ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত জামাল উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 

তবে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। রাতেই অপারেশন করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত নন। স্থানীয়রা বলছেন, জামাল উদ্দিনের ঘরের সিঁড়ি জাবেদদের ঘরের সৌন্দর্য্য নষ্ট করবে, এমন আশঙ্কা থেকে ঘটনার সূত্রপাত।

আহতের মা তফুরা খাতুন ও স্ত্রী তাসলিমা জানান, বিগত ২/৩ বছর থেকেই জাফর আহম্মদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে জামাল উদ্দিনের। ওই জের ধরেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে জামালকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জাবেদ হোসেনকে গ্রেফতার সহ বিচারের দাবি জানান তারা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআই