মেঘনায় ট্রলার ডুবি

নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০১৯, ১০:০৩ এএম নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার; নিখোঁজ ২
মেঘনায় নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে- ছবি: জাগরণ

 

ঝড়ে নারায়ণগঞ্জের চরহোগলায় ১৯ নির্বাচনি কর্মকর্তা নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নারী আনসার সদস্য রীতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। তারা হলেন- এটিএসআই মো. সেলিম ও ইউসিবিএল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় ঝড়ের সময় এই ঘটনা ঘটে।

সোমবার (১ এপ্রিল) সকালে নারী আনসার সদস্য রীতার মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে দুই বা তিন জন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ট্রলারটি নারায়ণগঞ্জ এলাকায় ডুবেছে বলে শুনেছি।

এদিকে, নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ ট্রলারটিতে ১৯-২০ জন ছিলেন।

ফতুল্লার পাগলার কোস্টগার্ডের সাব লে.এম মমতাজুল আসিফ জানান, নির্বাচনি সামগ্রী নিয়ে মেঘনা নদীতে ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অস্ত্র-গুলির ও ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী কী হয়েছে তা এখনও জানা যায়নি।

আজ সকাল থেকেই মেঘনা নদীতে নিখোঁজদের উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন ফতুল্লার পাগলার কোস্টগার্ডের সাব লে.এম মমতাজুল আসিফ।

টিএফ