চবিতে চলছে অবরোধ : ক্লাস পরীক্ষা স্থগিত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ০১:৩৯ পিএম চবিতে চলছে অবরোধ : ক্লাস পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে চলছে অবরোধ কর্মসূচি- ছবি : জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার দফা দাবিতে সোমবারও (৮ এপ্রিল) চলছে অবরোধ কর্মসূচি। ক্লাস, পরীক্ষা বর্জনের পাশাপাশি বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেন।
সকাল থেকেই শুরু  হয় এসব কর্মসূচি। টানা দুই দিনের অবরোধ কর্মসূচির কারণে অনেকটা অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এর মধ্যে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স, মার্কেটিং বিভাগের ফোর্থ সেমিস্টার, নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষসহ প্রায় বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত পরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমেদ জানান, শিক্ষার্থীরা ক্লাসে না যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রেলওয়ে সূত্র জানায়, টানা দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচির কারণে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যায়ের উদ্দেশ্যে কোন ট্রেন ছেড়ে যায়নি।

কেএসটি