বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ১১:২১ এএম বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুমন (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এ সময় মাসুদ (২০) নামের আরেক যুবককে আটক করেছে বিএসএফ। সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটেছে।

 ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহত যুবকের নাম সুমন। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে। অপরদিকে  আটককৃত মাসুদ রানা ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

বিজিবি জানায়, সোমবার ভোর ৪টার দিকে কয়েকজন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। এ সময় মাসুদকে আটক করে বিএসএফ।

বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। 

 

কেএসটি