রামপালে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩, আহত ৬

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০১৯, ০১:১১ পিএম রামপালে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩, আহত ৬
দুঘর্টনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাহেন্দ্রটি -ছবি : জাগরণ

বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (০২ মে) সকাল ৮টার দিকে উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন -মোংলা উপজেলার চিলা গাববুনিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫), একই উপজেলার মাকড়ডোন এলাকার সঞ্জিত মণ্ডল (৫০), মোংলার চিলার মোয়াজ্জেম হোসেন (৩০)।

এ ঘটনায় পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে গোলাম মোস্তফা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সকালে একটি মাহেন্দ্র সংযোগ সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে উঠার সময় মোংলাগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং একজনকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। 

একেএস