কুমিল্লায় আদিল হত্যা মামলায় তিন কিশোর আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৫:৩৫ পিএম কুমিল্লায় আদিল হত্যা মামলায় তিন কিশোর আটক

কুমিল্লা নগরীতে কিশোর আদিল (১৭) হত্যা মামলায় জড়িত সন্দেহে তিন কিশোরকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) তানভীর সালেহীন ইমন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন ও চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন ।

আটককৃতরা হলো নগরীর মোগলটুলী এলাকার হোসেনের ছেলে অনিক (১৮), জামাল মিয়ার ছেলে খায়রুল (১৭) এবং জামাল হোসেনের পুত্র জাহিদ (১৭) ।

বুধবার (১৫ মে) ভোর ৬টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালানো নিয়ে কথা-কাটাকাটির জেরে নগরীর মোগলটুলীর এলাকার কর্ণফুলী পেপার মিল দোকানের সামনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয় কিশোর আদিলকে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

এনআই