সীতাকুণ্ডে জেলে-পুলিশ সংঘর্ষে ১ নারী নিহত, আহত ১৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০১৯, ১১:৩৬ এএম সীতাকুণ্ডে জেলে-পুলিশ সংঘর্ষে ১ নারী নিহত, আহত ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জলদাশ পাড়ায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তার নাম বেলাম্বু রানী জলদাস (৫৮)। এ ঘটনায় পুলিশসহ অন্তত আরো ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশি বাধার মুখে আহতদের চিকিৎসায় হাসপাতালে নিতে না পারায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার (২০ মে) রাত সাড়ে ১২টা কুমিরার ৭নং ইউনিয়নের ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় পুলিশ অন্তত শতাধিক রাউন্ড গুলি ছুঁড়ে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ৩০ হাজার ইয়াবাসহ এক আসামিকে ধরতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এসময় একজন বৃদ্ধা হার্ট এ্যাটাকে মারা যান। তবে অবস্থা উত্তপ্ত হওয়ার কথা বলে ওসি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

তবে গ্রামবাসী জানিয়েছেন, সীতাকুণ্ড থানার এসআই জসিম উদ্দিনের জলদাস পাড়ায় নিয়মিত চাঁদাবাজিকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। চাঁদা না দেয়ায় রাত ১২টায় থানা পুলিশ রুবেল দাস নামে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি থেকে তাকে আটক করতে যান এসআই জসিম। তখনই গ্রামবাসীর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। পরে সেই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। নিহত বেলাম্বু রানী দাশ রুবেলের মা। ছেলেকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে গেলে পুলিশের আঘাতে তার মৃত্যু হয়।

রাত দুইটা পর্যন্ত জলদাস পাড়া পুলিশ ঘেরাও করে রাখার খবর পাওয়া গেছে। এতে আশঙ্কা করা হচ্ছে আহতদের চিকিৎসা করানো না গেলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

কেএসটি