টানা ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০১৯, ০৮:৪৩ এএম টানা ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর 

শনিবার (১ জুন) থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। উভয় দেশের ব্যবসায়ীরা টানা আট দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন। 
বিষয়টি জানিয়েছেন, বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার (এসি) আব্দুস সালাম। 

তিনি জানান, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে, শনিবার (১ জুন) থেকে পরের সপ্তাহের শনিবার (৮ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৯ জুন (রোববার) পুনরায় সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম। এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মাঝে চিঠি বিনিময় করা হয়েছে। তবে, এসময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

কেএসটি