পাথরঘাটায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৯, ০৮:২৩ পিএম পাথরঘাটায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান
এক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দিচ্ছেন অতিথিরা ছবি : জাগরণ

বরগুনার পাথরঘাটায় অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর ২টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এতে আর্থিক সহায়তা প্রদান করে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় ও সংকল্প ট্রাস্টের বাস্তবায়নে দরিদ্র শিক্ষার্থীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির। সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংকল্প ট্রাস্টের পরিচালক (প্রজেক্ট) মনিরুজ্জামান হিরু, পরিচালক(ঋণ কার্যক্রম) মো. আব্দুর রহিম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ। তিনজন দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেকেকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মানসম্মত শিক্ষাব্যবস্থায় সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। ছাত্রজীবনটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে তবেই সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। ছাত্রজীবনে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কঠিন প্রত্যয় থাকতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), মানসম্মত শিক্ষার প্রতিফলন তোমাদের মাধ্যমে সম্ভব।

এনআই