চুয়াডাঙ্গায় ৪৬ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০২:৪০ পিএম চুয়াডাঙ্গায় ৪৬ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে সৈয়দ রুমান (৩০) ও মেসরিন (৪২) কে ৪টি স্বর্ণের শিকলসহ আটক করে দর্শনা আইসিপি বিজিবি টহল দল।
 
বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে নয়টার দিকে তাদেরকে স্বর্ণসহ আটক করা হয়।

আটককৃত রুমান বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি'র পরিচালক মো. ইমাম হাসানের সার্বিক তত্ত্বাবধানে দর্শনা আইসিপি টহল কমাণ্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন সঙ্গীয়ও ফোর্সসহ জেলার দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোস্ট হতে রুমান ও মেসরিনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ কেজি ২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪টি স্বর্ণের শিকল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা।  

আটককৃত আসামিদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করে হাবিলদার জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে বর্ণিত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি'র পরিচালক মো. ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএসটি