বগুড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মিঠু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৬:২৫ পিএম বগুড়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মিঠু
সংবাদ সম্মেলনে উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী কবির আহম্মেদ মিঠু  ছবি : জাগরণ

রাজনৈতিক বলয়ের বাইরে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠেনি উল্লেখ করে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবির আহম্মেদ মিঠু। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন তার তিন ভাই এবং বিভিন্ন পেশাজীবী শ্রমিকনেতা।

কবির আহম্মেদ মিঠু বলেন, ‘বেশির ভাগ ভোটারদের দৃষ্টিভঙ্গি বড় রাজনৈতিক দলের মার্কায় ভোট দেওয়া। স্বতন্ত্র প্রার্থীকে মূল্যায়ন করার মানসিকতা এখনো সৃষ্টি হয়নি। একজন স্বতন্ত্র প্রার্থীও যে ভালো কাজের স্বাক্ষর রাখতে পারেন এমন মানসিকতা এখনো সংখ্যাগরিষ্ঠ ভোটারদের হয়নি। তিনি আরও বলেন, এসব বিবেচনায় আমার আশ্রয়স্থল ও ভরসা, সমর্থক এবং পারিবারের সদস্যদের পরামর্শ নিয়েই আমি উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।’

মিঠু আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে রাজনৈতিক বলয়ের বাইরে ভোট করে লাভ নেই। তাই কখনো করলে রাজনৈতিক দলের ব্যানারে করব।’

এনআই