বাড়ছেই যমুনার পানি

বগুড়ায় ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৯:১৫ এএম বগুড়ায় ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ 

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকালে যমুনার পানি বিপদসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৩টি উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। বানভাসী পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী উঁচু স্থান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। তলিয়ে গেছে পাট, আউশ ধানসহ বিস্তীর্ণ ফসলের খেত। গবাদিপশুর খাবার সংকট সৃষ্টি হয়েছে। 

এদিকে, বন্যার পানিতে ডুবে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হাসিনা খাতুন (৫০) মারা গেছে নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত তিন দিন ধরে তার বাড়িতে বন্যার পানি উঠেছে। বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে টয়লেটে যাওয়ার সময় অসাবধানতাবসত পানিতে পড়ে মারা যান তিনি।

কেএসটি