অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ব্রাহ্মণবাড়িয়ায় 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ১১:৪৮ এএম অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ব্রাহ্মণবাড়িয়ায় 

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে রাজধানী ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলাচলকারী বৃহত্তর কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহসহ ৬০ রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে এ পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে। ফলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে সরাসরি সারা দেশের সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ে। 

সকাল থেকেই পরিবহন সংগঠনের নেতারা মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভাসহ পিকেটিং করছে। জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজি অটোরিক্সা, ফোর স্ট্রোক থ্রি হইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ ও সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদসহ যে ৭ দফা দাবি করা হয়েছে তা না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। 

কেএসটি