মসজিদে শপথ করে মাদক ছাড়লেন ব্যবসায়ী

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৮:৫০ পিএম মসজিদে শপথ করে মাদক ছাড়লেন ব্যবসায়ী

চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে মুসল্লিদের সামনে ক্ষমা চেয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেন এক মাদক ব্যবসায়ী। তিনি হাজীগঞ্জ পৌরসভার টোড়াগড় গ্রামের বিল্লাল মিজির ছেলে মামুন মিজি। 

শুক্রবার (২৩ আগস্ট) টোরাগড় মিজি বাড়ি মসজিদে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আলোচনার পর মামুন এমন ঘোষণা দেয়। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, মাদক ব্যবসায়ী মো. মামুন মিজি সকল মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। মামুন সকলের উপস্থিতে ইমাম সাহেবর মাধ্যমে তওবা করে মাদক ব্যবসা করবেন না বলে প্রতিশ্রুতি দেয়।

ওই সময় ওসি মসজিদে মুসিল্লিদের সঙ্গে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিংসহ সমাজের নানা অপকর্ম প্রতিরোধে আলোচনা করেন।

একেএস