ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩০

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৫:২৮ পিএম ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩০
ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে দুর্ঘটনার উদ্ধারকাজ চলছে  -  ছবি : জাগরণ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে আরো দুজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৮। আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে একই জেলার নগরকান্দার তালমার মোড় নামক স্থানে মা-মেয়েসহ ৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ধুলদী ও বিকাল ৩টার সময় তালমার মোড় নামক এলাকায় সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ফরিদপুরের নগরকান্দার তালমা মোড় নামক এলাকায় আর কে ট্রাভেলস নামের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ফরিদপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, দুর্ঘটনার উদ্ধারকাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এনআই

আরও সংবাদ