সমন্বিত শিক্ষা নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইবি শিক্ষক সমিতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯, ০৬:১৫ পিএম সমন্বিত শিক্ষা নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইবি শিক্ষক সমিতি

সমন্বিত খসড়া শিক্ষা নীতিমালার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে অসংগতিপূর্ণ নীতিমালা প্রত্যাখ্যান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি-পদোন্নয়ন-আপগ্রেডেশন সংক্রান্ত সমন্বিত খসড়া নীতিমালা সম্পর্কে আলোচনা করেন সমিতির সদস্যরা। পরে আলোচনা শেষে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের সাথে অসংগতিপূর্ণ নীতিমালা প্রমাণ করে সেগুলো প্রত্যাখ্যান করেন তারা।

আগামী শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ সভায় গৃহীত কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

এনআই

আরও সংবাদ