মোংলা কাস্টমসের দুই কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৮:৫৭ পিএম মোংলা কাস্টমসের দুই কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ 
কাস্টমস কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা

নানা অনিয়মের অভিযোগে মোংলা কাস্টমস হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস ও নিলাম শাখার সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায়কে জিজ্ঞাসাবাদ করেছে  ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

দুর্নীতি দমন কমিশনের খুলনার উপ পরিচালক নীল কমলের  নেতৃত্বে চার সদস্যের একটি টিম সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে  মোংলা কাস্টমস হাউজের কমিশনারদের  জিজ্ঞাসাবাদ  করেন।

প্রথমে কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এরপর তিন টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় কে বিভিন্ন বিষয়ে জিঙ্গাসাবাদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করেন। 

এ বিষয়ে দুদকের দুই কর্মকর্তা  কিছু জানাতে রাজি হননি। তবে সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় বলেন, দুর্নীতি দমন কমিশন কাস্টমস কর্তৃপক্ষের গাড়ি নিলামের বিভিন্ন বিষয়ে জানতে কিছু কাগজ পত্র যাচাই বাচাই করেছেন। পূর্বের নিলাম হওয়া কয়েকটি ফাইল যাচাই বাচাই করেছেন।

উল্লেখ্য নিলামসহ নানা অনিয়নের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বিএস