ফাহাদ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০২:০২ পিএম ফাহাদ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন 

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে প্রগতিশীল ছাত্র জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখা। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সুজনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী ইউসুফসহ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমীন রনি, ছাত্র ইউনিয়নের সভাপতি আসজাদুল বোরহান তাহাসিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দি শুভ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখা আহবায়ক ঝর্ণা আফরিন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলামসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতার বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলদারিত্ব দূর করে আবরার ফাহাদ হত্যাসহ সকল সাধারণ ছাত্র হত্যার বিচার দাবি করেন। পরে ফিরোজ-জাহাঙ্গীর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কেএসটি

আরও সংবাদ