কোটালীপাড়ায় বুলবুলের আঘাতে শিশুসহ নিহত ২

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০২:৩৯ পিএম কোটালীপাড়ায় বুলবুলের আঘাতে শিশুসহ নিহত ২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শিশুসহ ২ জন নিহত হয়েছে। রোববার (১০ নভেম্বর) উপজেলার বান্ধাবাড়ি গ্রামে সেকেল হাওলাদার (৭০) গাছ চাপা পড়ে নিহত হয়। সেকেল হাওলাদার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে। 

অপরদিকে, সোমবার (১১ নভেম্বর) উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামের সাথী বৈদ্য (৬) নামে এক শিশু গাছের ভাঙা ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয়। সাথী বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাথী বৈদ্য কান্দি গ্রামের সুখরঞ্জন বৈদ্যর মেয়ে। 
 
এছাড়াও এ উপজেলায় শতাধিক ঘরবাড়ি, পোল্ট্রি সেট বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের পাশের গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে উপজেলার সকল সড়কের যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত সেকেল হাওলাদার নামে এক বৃদ্ধ ও সাথী বৈদ্য নামে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ ছাড়াও উপজেলার ঘরবাড়ি, পোল্ট্রি সেট, রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতি নির্ণয়ের কাজ করছি। 

কেএসটি

আরও সংবাদ