ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৮:৪৯ এএম ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় দুটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষের ঘটনায়  জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট ও রেলওয়ে থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে সচিব মোহাম্মদ মোফাজ্জল করিম, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

রেলওয়ে সচিব বলেন, রেলওয়ের পক্ষ থেকে ইতোমধ্যে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল ৯টা নাগাদ উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্রেন দুটির সংঘর্ষে এখন  পর্যণ্ত ১৫ জন নিহত হয়েছেন। তবে আরো বাড়তে বলে আশঙ্খা করা হচ্ছে। 

বিএস 
 

আরও সংবাদ