কুমিল্লায় বাসচাপায় বাস চালক ও হেলপার নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ০৬:৫৩ পিএম কুমিল্লায় বাসচাপায় বাস চালক ও হেলপার নিহত
প্রতিকী ছবি

 

কুমিল্লা সদরের দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে নুরুল আমিন ও খায়ের উদ্দিন সেলিম নামের চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী এলাকার ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক নুরুল আমিন কুমিল্লার বাঙ্গরা থানার রাজা চাপিতলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং হেলপার খায়ের উদ্দিন সেলিম ফেনী সদরের চরকালিদাস এলাকার রফিক উদ্দিনের ছেলে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মহাসড়কের সুয়াগাজী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ব্রাহ্মনবাড়িয়াগামী আলিফ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়। সড়কের পাশে থামানো বাসের চাকা লাগানোর সময় অজ্ঞাত গাড়ি বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই বাসের নিচে চাপা পরে চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এসসি/এসজেড