স্ট্রিট লাইটের আলোয় আলোকিত ময়মনসিংহের ৩ কি.মি. সড়ক

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১০:০২ এএম স্ট্রিট লাইটের আলোয় আলোকিত ময়মনসিংহের ৩ কি.মি. সড়ক

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর নব গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দিঘারকান্দা বাইপাস হতে চরপাড়া মোড় পর্যন্ত ৩ কি.মি. সড়ক বাতির আধুনিক এল.ই.ডি স্ট্রিট লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

সড়ক বাতির অধুনিক এল.ই.ডি স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমিনুল ইসলাম বিপ্লব, কাউন্সিলর মো. মোস্তফা কামাল, কাউন্সিলর শামীমা রহিম, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক উজ্জল, কাউন্সিলর সাব্বির ইউনুস, কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ, কাউন্সিলর  রোকিয়া হোসেন, কাউন্সিলর শামসুল, কাউন্সিলর  আইরিন আক্তার, কাউন্সিলর শাহনাজ আক্তার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক, তত্ত্বাবায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ.কে দেবনাথ, সহকারী প্রকৌশলী শফি কামাল, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসসহ এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ এর বাস্তবায়নে আধুনিক এল.ই.ডি স্ট্রিট লাইট স্থাপন সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় কাজটিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ টাকা এবং ১১০টি খুঁটিতে ২২০টি এল.ই.ডি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।


কেএসটি