লক্ষ্মীপুরে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৪:১৫ পিএম লক্ষ্মীপুরে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু
রাকিব হোসেন -ছবি : জাগরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রেরে মৃত্যু হয়েছে।

বৃস্প‌তিবার (২১ নভেম্বর) ভো‌রে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাকিব হোসেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে ও চরবংশী মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব গত ১৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠাতে বলেন। ওই হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ৫দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়। 

 চরবংশী মডেল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, রাকিব মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

একেএস
 

আরও সংবাদ