ইজতেমায় আসার পথে ২ মুসল্লি নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৫:০২ পিএম ইজতেমায় আসার পথে ২ মুসল্লি নিহত

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা ২ মুসল্লি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন নরসিংদী জেলার বেলাব থানার সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকার গোলজার (৪০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে ময়দানে আসার পথে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি কাভার্ডভ্যান সুরুজ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে একই রাতে টঙ্গী জংশন এলাকায় ট্রেন থেকে নেমে ময়দানের দিকে আসার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান মুসল্লি গোলজার। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এনআই

আরও সংবাদ