পরকীয়ার জেরে মুক্তাগাছায় গৃহবধূ খুন

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৩:৫২ পিএম পরকীয়ার জেরে মুক্তাগাছায় গৃহবধূ খুন

মুক্তাগাছা উপজেলায় পরকীয়ার জেরে জোসনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক কামরুজ্জামানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। সে উপজেলার ঘোষবাড়ি এলাকার প্রবাসী আবু হানিফের স্ত্রী। 

আটককৃতরা হলেন- রফিকুল ইসলাম, কামাল হোসেন, শামলা খাতুন, বেদেনা খাতুন, লিলি আক্তার, সিদ্দিক মিয়া ও শামছুন্ননাহার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় গৃহধূর মা শাহিদা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আলী জানান, গত ১০ বছর আগে উপজেলার বিরুদবাড়ি মালপুল এলাকার আবদুর রহিমের কন্যা জোসনার সঙ্গে একই উপজেলার ঘোষবাড়ি এলাকার আবু হানিফের বিয়ে হয়। গত ৬ মাস আগে স্বামী বিদেশে যান। এরপর থেকে পাশের বাড়ির ভ্যান চালক কামরুজ্জামানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জোসনা বেগম। সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। সেই সঙ্গে কামরুজ্জামানকে বিয়ে করতে চাপ দেন ওই গৃহবধূ। এরই জের ধরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কামরুজ্জামান তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন গৃহবধূর পরিবার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জোসনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

এসএমএম