দোলযাত্রা : হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিয়ে বিএসএফের শুভেচ্ছা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০২:২৪ পিএম দোলযাত্রা : হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি দিয়ে বিএসএফের শুভেচ্ছা
দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায় বিএসএফ - ছবি : জাগরণ

ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। 

মঙ্গলবার দুপুর ১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার বিজিবিকে মিষ্টি দিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকে মিষ্টি গ্রহণ করেন চেকপোস্টের নায়েক মানিক মিয়া।

বিজিবি জানায়, ভারতের দোলযাত্রা (হোলি) উৎসব উপলক্ষে বিএসএফ আামাদের মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদেরকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোয় আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এতে করে সীমান্তে দায়িত্বপালনরত দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরো জোরদার হবে। 

এফসি