ভোলায় বউভাত বন্ধ করল উপজেলা প্রশাসন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০২০, ০৮:১৬ পিএম ভোলায় বউভাত বন্ধ করল উপজেলা প্রশাসন
জনসমাগম বন্ধ করতেই বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে দেয়া ● ইউএনবি

করোনাভাইরাস প্রতিরোধে ভোলার দৌলতখানে বউভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চরখলিফা ইউনিয়নের দলিল খায়ের হাট বাজার এলাকার একটি বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান উপস্থিত হয়ে এই অনুষ্ঠান বন্ধ করেন।

থানা পুলিশ সূত্র জানায়, দৌলতখানের চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির কবির হোসেনের ছেলে ইলিয়াস ১৪ মার্চ (শনিবার) ঢাকায় বিয়ে করেন। শুক্রবার (২০ মার্চ) বউ তুলে আনার পর বর কবির হোসেনের বাড়িতে বউভাত হওয়ার কথা ছিল। এতে প্রায় হাজার মানুষের আয়োজন চলছিল।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার সব ধরনের জনসমাগম বন্ধের নির্দেশ দেয়। তাই জনসমাগম বন্ধ করতেই বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে দেয়া এবং মুচলেকা নেয়া হয়।

এসএমএম