গুজব ছড়ানো ‘হ্যালো রোহান’খ্যাত সেই ডাক্তার আটক

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০৯:২৩ পিএম গুজব ছড়ানো ‘হ্যালো রোহান’খ্যাত সেই ডাক্তার আটক
ডা. ইফতেখার আদনানকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ ● সংগৃহীত

করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে ডা. ইফতেখার আদনান নামের এক ডাক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) বিকেলে তাকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

সম্প্রতি করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ৩৫ সেকেন্ডের ভয়েস ম্যাসেজ। যেখানে রোহান নামের এক ব্যক্তির সাথে কথা বলতে শোনা যায় একজনকে, যিনি পেশায় ডাক্তার বলে মনে হচ্ছিল। অডিওতে রোহানকে সতর্ক করা হচ্ছিল।

ওই অডিওতে বলা হয়, ‘‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই ভয়েস ম্যাসেজটি ছিল গুজব।’’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ বক্তব্যের কোনও ভিত্তি পাননি বলে গণমাধ্যমকে জানান। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর সন্ধানে নামে। প্রথমে তারা গুজব সৃষ্টিকারী ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডাক্তার ইফতেখার আদনান চট্টগ্রাম মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন।

এসএমএম