‘সিলেটের সেই নারী কোভিডে আক্রান্ত ছিলেন না’

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ০৭:৪১ পিএম ‘সিলেটের সেই নারী কোভিডে আক্রান্ত ছিলেন না’
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিট ● সংগৃহীত

সিলেটের মারা যাওয়া যুক্তরাজ্যফেরত নারী কোভিড-১৯ সংক্রমিত ছিলেন না বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীরের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল  এই তথ্য জানান।

ডা. প্রেমানন্দ বলেন, ওই নারীর নমুনার কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

রোববার (২২ মার্চ) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। পরে আইইডিসিআরের প্রতিনিধিরা গিয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান পরীক্ষার জন্য। ওই দিনই তাকে সংক্রমণ রোগ বিধি অনুযায়ী নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয়।

ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরা ওই নারী জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টের উপসর্গ নিয়ে ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। দু’দিন আইসোলেশনে থাকার পর রোববার ভোর রাতে মারা যান।

লন্ডনফেরত ওই নারীর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায়। তার মৃত্যুর পর তার পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠায় জেলা প্রশাসন।

এসএমএম