৪ হরিণ শাবক ৫ কুকুরের পেটে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৮:৫৬ পিএম ৪ হরিণ শাবক ৫ কুকুরের পেটে
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা ● চ্যানেলটোয়েন্টিফোর

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় শাবকসহ ৪টি হরিণ খেয়ে ফেলেছে পাঁচ কুকুর।

কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের প্রভাবে সারাদেশে সবকিছু বন্ধ থাকায় খাবার পাচ্ছে না রাস্তার কুকুরগুলো। তবে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কোনও অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পাল্টে যাচ্ছে রাস্তার কুকুরদের স্বাভাবিক আচরণ। ক্ষুধা মেটাতে বেপরোয়া হয়ে উঠছে প্রাণিগুলো।

অঘোষিত লকডাউনের কবলে যখন সারা দেশ, তখন গেলো শুক্রবার (৩ এপ্রিল) এমনই এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী রাজশাহীর এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। সেখানে খাঁচায় ঢুকে শাবকসহ ৪টি হরিণ খেয়ে ফেলেছে ৫ কুকুর।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার বাবর আলী বলেন, হরিণের শেডে মাটি ফেলার জন্য একটি গেট রাখা হয়েছিল। সেখানে নিচের দিকে মাটি খুঁড়ে ভেতরে ঢোকে ৫ ক্ষুধার্ত কুকুর।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে সারাদেশে সাধারণ ছুটি কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে চিড়িয়াখানার তদারকিতে কোনও গাফিলতি ছিল কি- না তা খতিয়ে দেখা হচ্ছে।

১৯৭৩ সালে চিড়িয়াখানাটি স্থাপনের পর ১৯৯৬ তত্বাবধানের দায়িত্ব দেয়া হয় রাজশাহী সিটি করপোরেশনকে। যেখানে হরিণের সংখ্যা ছিল ৭৫টি। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম