তিস্তা, সুরমা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২০, ০৯:২২ পিএম তিস্তা, সুরমা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপরে
সংগৃহীত ছবি

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। সাথে প্লাবিত হচ্ছে নদীতীরের নিচু এলাকাগুলো।

বিপৎসীমা অতিক্রম করায় পানির চাপে তিস্তা ব্যারেজের ৫২টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাটের চার উপজেলার প্রায় দশ হাজারেরও বেশি পরিবার।

ঘরবাড়িতে পানি উঠায় উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে লোকজন। খাবার অভাবে মানবেতর দিন কাটছে তাদের। উজানের ঢেউ ও টানা বৃষ্টিতে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা, ব্রহ্মপুত্র ও সুরমা নদীর পানি। তলিয়ে গেছে ফসলি জমি।

এসএমএম