বরগুনায় বই উৎসব উদযাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৯, ০৩:২৫ পিএম বরগুনায় বই উৎসব উদযাপন

 

সারাদেশের ন্যায় বরগুনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন শ্রেণির বই হাতে পেয়ে খুশি হয়েছে শিক্ষার্থীরা। স্বস্তি পেয়েছে শিক্ষক ও অভিবাবকরা। 

এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১০টায় বরগুনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহবুব আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা শিক্ষা অফিসার মো.শাহাদাত হোসেন প্রমূখ।
 
এ বছর বরগুনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ২৪ লাখ ৪৮ হাজার ৯৯৬টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫ লাখ ৭১ হাজার ৬৬৪টি এবং মাধ্যমিক পর্যায়ে ১৮ লাখ ৭৭ হাজার ৩৩২টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। 

এএস/