নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩৮

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০, ১২:০৯ এএম নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩৮
নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ ● জাগরণ

নারায়ণগঞ্জের খানপুরে মসজিদের এসি বিস্ফারণে অন্তত ৩৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ৩৭ জনকেই আনা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রতিদিনের মতো পশ্চিমতল্লা বায়তুল ফালাহ মসজিদে এশার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এ সময় হঠাৎ মসজিদের এসি বিস্ফোরণ হয়। মুসল্লিরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। দগ্ধ হন অনেকে।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৩৭ জনকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দগ্ধ ১০ জনের শরীরের ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় মসজিদের পাশে থাকা সালমা বেগম নামে এক নারী দগ্ধ হন। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

কেএপি