ইউএনও’র উদ্যোগে চকরিয়ায় ১৪৪টি শহীদ মিনার নির্মাণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২০, ১১:২১ এএম ইউএনও’র উদ্যোগে চকরিয়ায় ১৪৪টি শহীদ মিনার নির্মাণ

ভাষা শহীদদের কথা স্মরণ করে এবং নতুন প্রজন্মের শিশুরা বাংলা ভাষার প্রকৃত ইতিহাস জানার আগ্রহ প্রকাশ করেন এ লক্ষ্যেই ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে ১৪৪টি শহীদ মিনার নির্মাণ করছেন।

বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে চকরিয়া উপজেলার সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে শহীদ মিনার নির্মাণের কাজ প্রায় শেষের পথে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান শহীদ মিনার নির্মাণ কার্যক্রম পরিদর্শন ও লক্ষ্যারচর ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার। 

এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাগরণ/জে/এমআর