নৌকা ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০, ০৭:২৬ পিএম নৌকা ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি

রাজীবপুর উপজেলা নৌঘাট থেকে গাইবান্ধা ও চিলমারী নৌ রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার রাজীবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই স্মারকলিপি প্রদান করে গণকমিটির নেতৃবৃন্দ। 

স্থানীয় সূত্র, নৌরুটের যাত্রী ও গণকমিটি সূত্রে  জানা গেছে রাজীবপুর থেকে চিলমারী নৌরুটে যাত্রী প্রতি ভাড়া ছিলো ৭০ টাকা এবং গাইবান্ধা রুটে ভাড়া ছিলো ১০০ টাকা। হঠাৎ করেই ইজারাদার ও নৌ মালিকরা যোগসাজশ করে  ৭০ টাকার ভাড়ার স্থলে ১০০ টাকা এবং ১০০ টাকার ভাড়ার স্থলে ১৫০ টাকা আদায় করছে।এতে বিপাক পড়েছে এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা। অনৈতিক উপায়ে বাড়তি ভাড়া আদায় করে দ্বিগুণ মুনাফা করছে ইজারাদার ও নৌচালকরা।এছাড়াও ভাড়া আদায় নিয়ে প্রতিদিন বচসা হচ্ছে যাত্রী ও নৌচালকদের সাথে।