পদ্মায় ইলিশ শিকারে চার জেলের দণ্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০৭:০৩ পিএম পদ্মায় ইলিশ শিকারে চার জেলের দণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে সরকারী আদেশ অমান্য করে নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজা টাকা মূলের ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর সদর উপজেলার গোদার বাজার ও গোয়ালন্দ অংশে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। একই সাথে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মোঃ সাইফুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সদর সিনিয় মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ও সদর থানার পুলিশ সদস্যরা। 

এসময় সরকারী আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জনকে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি মো. সাইফুল হুদা। জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ গুলো এতিম খানায় বিতরন করা হয়।