করোনা রুখতে পুলিশের র‌্যালি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ০১:২৩ পিএম করোনা রুখতে পুলিশের র‌্যালি 

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে বরিশালে সচেতনতামূলক র‌্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কোতয়ালী মডেল থানার আয়োজনে বুধবার নগরীর শহীদ মিনার চত্বর থেকে এই র‌্যালি বের হয়। 

এ সময় পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন বলেন,  আমরা দেখছি সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সম্প্রতি আমাদের দেশেও শীতে করোনার মৃত্যু হার বেড়েছে। আর স্বাস্থ্য সুরক্ষায় ৮০ ভাগ সুরক্ষা দেয় মাস্ক ব্যবহার। দুঃখজনক হলো মাস্ক ব্যবহারের ক্ষেত্রে জনসচেনতা নেই, এটার প্রভাব আছে। তবে পুলিশ শুরু থেকে করোনা মোকাবেলায় জনগণের সাথে কাজ করেছে এবং মানবিক সাহায্য সহযোগীতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। 

করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই যাতে করে সঠিকভাবে প্রতিরোধ করতে পারি তার জন্য সচেতনতামূলক ব্যাপক কর্মসূচি শুরু করেছি। এরই অংশ হিসেবে আজকে মাস্ক ব্যবহরে এই র‌্যালি। 

জাগরণ/এমআর