বিনা দোষে জেল 

৫ বছর পর মুক্ত আরমান

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৭:৪১ পিএম ৫ বছর পর মুক্ত আরমান

বিনা দোষে জেল খাটা আরমান বিহারী পাঁচ বছর বছর মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে হাইকোর্টের এক আদেশে তাকে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আলী আফজাল মুক্তি দেয়ার তথ্য নিশ্চিত করে জানান, বাবার নামের সঙ্গে প্রকৃত আসামির বাবার নামের মিল থাকায় আরমান একটি মাদক মামলায় ৫ বছর জেলে ছিলেন। তিনি ঢাকা মিরপুরের বেনারসি কারিগর। বুধবার রাতে তার মুক্তির আদেশের কপি জেলখানায় পৌঁছায়। পরে যাচাই বাছাই করে বিকেল তিনটার দিকে মুক্তি দেয়া হয়।

আলী আফজাল জানান, ২০১৬ সালে ২৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশ আরমানকে আটক করে। মাদক মামলায় প্রকৃত আসামির বাবার নামের সঙ্গে আরমানের বাবার নাম মিলে যাওয়ায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। পরে পরিবারের সদস্যদের আবেদন ও শুনানির ভিত্তিতে গত বছরের ৩১ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ তাকে জেল থেকে মুক্তি দেয়ার আদেশ দেন।

আইনজীবী হুমায়ূন কবিরের এক রিট আবেদনের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেয়াসহ তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন। 

অপরদিকে বিনা অপরাধে জেলা খাটার বিষয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন আরমান ও তার স্বজনরা।