কাউন্সিলর তরিকুল হত্যায় গ্রেপ্তার ১

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০২:৫০ পিএম কাউন্সিলর তরিকুল হত্যায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার এক আসামি জাহিদুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার পরিত্যক্ত একটি ডোবার পাশ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। জাহিদ ওই এলাকার টিক্কা ব্যাপারীর ছেলে।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম।

হাসিবুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম কাউন্সিলর তরিকুল হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করেন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পর তার ওপর হামলা চালায় পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তরিকুল। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পরদিনই শাহাদাত হোসেনর বুদ্দিনসহ ৩২ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনের নামে থানায় হত্যা মামলা করেন নিহত তরিকুলের ছেলে একরামুল হক।