কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাচ্ছে উপহার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৪:৫৬ পিএম কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাচ্ছে উপহার

কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাচ্ছে উপহার। অনন্য এই উদ্যোগটি নিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, “কন্যাসন্তান জন্ম নিলেই পৌঁছে যাবে পুলিশের বিশেষ উপহার সামগ্রী”— এমনি একটি লেখা ৭ জানুয়ারি চুয়াডাঙ্গা পুলিশ সুপার ফেসবুক পেজে পোস্ট দেন। সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 

পুলিশ সুপারের এমন ঘোষণার পর জেলার পুলিশ কন্ট্রোল রুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ফোনকল আসতে শুরু করে। এই জেলায় রোববার (২৩ জানুয়ারি) এ পর্যন্ত ১৯৭টি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং এই পরিবারগুলোকে বিশেষ উপহার দেওয়া হয়েছে। 

উপহারের মধ্যে রয়েছে নবজাতকের প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া।

এ বিষয়ে জাহিদুল ইসলাম জানান, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই বিপুলসংখ্যক নারী পিছিয়ে থাকলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে আইনশৃঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গবৈষম্য দূরীকরণে সহযোগিতা চান তিনি।