আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, প্রেমিক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৭:১৫ পিএম আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, প্রেমিক গ্রেপ্তার

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে ছবি ও ভিডিও চিত্র ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে হারুনুর রশিদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুন বাগমারা উপজেলার নামকান গ্রামের শাহজাহান প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

সংবাদ সম্মেলনে আবুল কালাম জানান,  হারুনুর রশিদের সাথে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জের ধরে বিভিন্ন সময়ে ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটের ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন।

সোমবার (২৫ জানুয়ারি) ভুক্তভোগী নারী বোয়ালিয়া মডেল থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী জেলার বাগমারা থানার নামকান গ্রাম থেকে আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে।