ভোট দিতে না পেরে প্রার্থীর নির্বাচন বর্জন

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৩:০৯ পিএম ভোট দিতে না পেরে প্রার্থীর নির্বাচন বর্জন

ভোট দিতে না পারায় ও এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন মনোয়ারা বেগম নামে এক নারী কাউন্সিলর প্রার্থী। মনোয়ারা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৪, ১৫ ও ২১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বিএনপি মনোনীত প্রার্থী।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর লালখান বাজার মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।

মনোয়ারা বেগম জানান, নৌকার সমর্থকরা তার সকল এজেন্টকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। তিনি নিজেও ভোট দিতে পারেননি। তার পরিবারের সদস্যদের ওপরও হামলা করা হয়েছে।

মনোয়ারা বেগম আরো বলেন, “২০০৫ সাল থেকে টানা তিনবার নির্বাচিত হয়ে আসছি। এবারের নির্বাচনে আমার ৩১৪ এজেন্টের সবাইকে বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। আমি এই নির্বাচন বর্জন করলাম।”

এ সময় তিনি বিএনপি’র অন্যান্য প্রার্থীকেও ভোট বর্জনের আহ্বান জানান।

হামলা-সহিংসতার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে চলছে চসিক নির্বাচন। নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে হওয়া সংঘর্ষে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২৫ থেকে ৩০ জন। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের হামালায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্ষতিগ্রস্ত হওয়ায় দুটি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।

চসিক নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।