সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

‘অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন কাদের’

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১২:৪২ পিএম ‘অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন কাদের’

বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, “ওবায়দুল কাদের সাহেব পদ বাঁচাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন।”

বুধবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় সরকারি মুজিব কলেজ মাঠে সংবর্ধনা সভায় এ কথা বলেন কাদের মির্জা। 

কাদের মির্জা বলেন, “টেলিফোনে তিনি (ওবায়দুল কাদের) আমাকে বলেন, তুই আমার পদ খাইবি। আমার প্রয়োজন নেই কোনো নেতার। দল থেকে বহিষ্কার করবেন, করে দেন। আমরা বঙ্গবন্ধুর কথা বলব, শেখ হাসিনার উন্নয়নের কথা বলব।”

বসুরহাট পৌরসভার মেয়র আরো বলেন, “আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি যত দিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে থাকব। মিছিলে আপনাদের সঙ্গে স্লোগান দেব। স্বাধীনতার কথা বলব, মানুষের স্বার্থের কথা বলব, অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব।”

বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, “মাননীয় মন্ত্রী আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। কোথায় সে চাকরি? ঘরে ঘরে না হোক অনতিবিলম্বে কোম্পানীগঞ্জে ৫০০ ও কবিরহাটে ৫০০ ছেলেমেয়ের চাকরি দেন। আর যদি না হয় কোম্পানীগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।”