হবিগঞ্জে প্রথম টিকা নেবেন জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৫:০৮ পিএম হবিগঞ্জে প্রথম টিকা নেবেন জেলা প্রশাসক

হবিগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে জেলা প্রশাসক এ ঘোষণা দেন।

এ সময় মোহাম্মদ কামরুল হাসান বলেন, “আমাদের দেশে যে টিকা এসেছে, সেটি অত্যন্ত নিরাপদ। তাই গুজব না ছড়িয়ে সবাইকে টিকা নিতে হবে।”

জেলা প্রশাসক আরো বলেন, “সরকারের নীতিমালা অনুযায়ী করোনার সামনের সারির যোদ্ধাদের পরই ৫৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। যার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।”

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে টিকা প্রয়োগের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

সিভিল সার্জন আরো বলেন, “জেলায় করোনার টিকা প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চারজন করে স্বেচ্ছাসেবক থাকবেন।”