ঐক্য

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৯, ০৬:১০ পিএম ঐক্য


পুনর্নিবাচনের দাবিতে অবিলম্বে জাতীয় সংলাপ, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ও তার দ্রুত মীমাংসা এবং ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এলাকা সফর, মোট তিন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য’র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টুসহ অন্যান্য নেতারা।

টিএস/আরআই