ভোটকেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক 

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১১:৩৮ এএম ভোটকেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক 

ভোট কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ময়মনসিংহের ত্রিশালে মো. উসমান গনি কুদ্দুস নামের এক কাউন্সিল প্রার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক মো. উসমান গনি ত্রিশাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে আটক করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর মুচলেকা রেখে উসমান গনি কুদ্দুসকে ছেড়ে দেয়া হয়।

ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন।