রাজশাহীতে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০২:২৩ পিএম রাজশাহীতে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

 

রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাটারিচালিত ইজিবাইজ চালক জসিম উদ্দিননের (২০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকার নির্জন পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জসিমমের ২ জসিম উদ্দিন (২০) ও সুমন আলী (২৪) কে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ।

নিহত জসিম উদ্দিন রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া মহল্লার আরফান আলীর ছেলে। 

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাম (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে্ পরিকল্পিতভাবে বন্ধুরা জসিমকে হত্যা করে। জিডির তদন্তে গিয়ে তার দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ এ তথ্য বের হয়ে আসে। একপর্যায়ে তারা স্বীকার করে, ইজিবাইকের জন্য জসিমকে নিয়ে গিয়ে হত্যার করা হয়েছে। পরে তাদের দেখানো স্থান থেকেই গোদাগাড়ী
থানা পুলিশের সহায়তায় নিহত জসিমের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আটক জসিম ও সুমনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএস/