মুজাক্কির হত্যা

নোয়াখালীতে সাংবাদিকদের কালো পতাকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২১, ১২:৫৪ পিএম নোয়াখালীতে সাংবাদিকদের কালো পতাকা মিছিল

সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কালো পতাকা মিছিল করেছেন নোয়াখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা।

সোমবার (১ মার্চ) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের প্রাঙ্গণ থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

জেলার গণমাধ্যম কর্মীরা কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করে সাংবাদিক মুজাক্কিরের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোরহানকে ভর্তি করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।